• 9 years ago
Song: PREMER AGUNE JOLE GELAM (ববিতা এবং জাফর ইকবাল)
Singer: Runa Laila and Jafor Iqbal
Movie: FAKIR MAJNU SHAH (ফকির মজনু শাহ্‌)
Music: Alauddin Ali
Lyric: Gazi Mazharul Anwar
Director: Darashiko.

প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে
জ্বলে গেলাম সজনী গো
সে আগুন চোখে দেখলাম না

পিরিতি, পিরিতি পিরিতি
রীতিনীতি শেখাও সজনী গো
পিরিতি আজো শিখলাম না

নিম তিতা নিশিন্দা তিতা
আরো তিতা পানের খর
সেই না তিতা লাগে গো মিঠা
নারী যদি পায় প্রানের নাগর

আম মিঠা জাম মিঠা
আরো মিঠা ফুলের মৌ
সেই না মিঠা লাগে গো তিতা
না থাকলে কাছে সুন্দরী বউ

সেই তিতা মিঠার স্বাদ
দেব সজনী গো
পিরিতি করো সাধনা, সজনী গো।।

বক সাদা পালক সাদা
আরো সাদা কাশের ফুল
সেই না সাদা লাগে গো কালো
পুরুষ না বুঝলে নারীর মন

মেঘ কালো ভ্রমরা কালো
আরো কালো মাথার চুল
সেই না কালো লাগে গো ভাল
নারীর অঙ্গে ফুটলে ফুল

সেই ফুলের মধু
অঙ্গে শুকাই সজনী গো
বয়সের ভার মানে না, সজনী গো
আমাকে করলে দিওয়ানা।।

Category

🎵
Music

Recommended