চুয়াডাঙ্গা সীমান্তে গরু ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বিএসএফ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বকুল (30) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে| আজ শনিবার সকাল 9 টার দিকে তার মৃত্যু হয়| নিহত বকুল কুড়ুলগাছি গ্রামের মৃত সদর উদ্দীনের ছেলে|
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে 5 টার দিকে বকুল সহ 6/7 জন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু ক্রয় করে চাকুলিয়া সীমান্তের 88 নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতের মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরেকে ধাওয়া করে বকুলকে আটক করে| অন্যরা পালিয়ে যায়| এরপর বিএসএফ সদস্যরা বকুলকে কপিয়ে ও পিটিয়ে চলে যায়| পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও পরে সদর হাসপাতালে ভর্তি করে| এরপর সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়|
নিহতের বড় ভাই রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে বকুল সহ বেশ কয়েকজন চাকুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গরু আনার উদ্দেশ্যে| এরপর তারা গরু ক্রয় করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে|
মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার শফিউল আলম জানান, শনিবার দুপুরে কড়া প্রতিবাদ তীব্র জানিয়ে ভারতের মালুয়াপাড়া ক্যম্পে চিঠি দেয়|
চুয়াডাঙ্গা 6 ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে| # #
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বকুল (30) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে| আজ শনিবার সকাল 9 টার দিকে তার মৃত্যু হয়| নিহত বকুল কুড়ুলগাছি গ্রামের মৃত সদর উদ্দীনের ছেলে|
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে 5 টার দিকে বকুল সহ 6/7 জন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু ক্রয় করে চাকুলিয়া সীমান্তের 88 নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতের মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরেকে ধাওয়া করে বকুলকে আটক করে| অন্যরা পালিয়ে যায়| এরপর বিএসএফ সদস্যরা বকুলকে কপিয়ে ও পিটিয়ে চলে যায়| পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও পরে সদর হাসপাতালে ভর্তি করে| এরপর সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়|
নিহতের বড় ভাই রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে বকুল সহ বেশ কয়েকজন চাকুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গরু আনার উদ্দেশ্যে| এরপর তারা গরু ক্রয় করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে|
মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার শফিউল আলম জানান, শনিবার দুপুরে কড়া প্রতিবাদ তীব্র জানিয়ে ভারতের মালুয়াপাড়া ক্যম্পে চিঠি দেয়|
চুয়াডাঙ্গা 6 ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে| # #
Category
🗞
News