• 7 years ago
এই ছবিটা দেখার পর আপনাদের মনে নানা রকম বিচার, চিন্তা ভাবনা জাগরিত হতে পারে। তবে এই ছবির সত্যতাটা জানলে আর ভাবলে আপনি অবাগ হয়ে যাবেন।
এই ছবিটা ইউরোপের এক চিত্রশিল্পী “মুরলি” এর চিত্রায়ন করা।ইউরোপের এক দেশে একসময় একটি লোকের না খেয়ে মরার শাস্তি মিলল।ঐ ব্যক্তিকে একটি জেলে বন্দি করে রাখা হলো।আর শাস্তিটা ছিল এমন যে যতদিন না ওনার মৃত্যু হয় ততদিন ওনাকে কোনো কিছু না খেয়েই থাকতে হবে।
এমত অবস্থায় ওনার কন্যা ওনার সাথে প্রতিদিন দেখা করার জন্য সরকারের কাছে অনুরোধ করে অনুমতি পেলেন।এবং প্রতিদিন দেখা করার আগে ওনাকে ভালো করে পরীক্ষা করে নেওয়া হতো যাতে উনি ওনার বাবার জন্য কোনো রকমের খাবার কোনো জিনিসপত্র নিয়ে প্রবেশ করতে না পারেন।কিন্তু বাবার এ হেন অবস্থা মেয়েটি প্রতিদিন আর দেখতে পারছিলেন না।তাই নিজের বাবাকে বাঁচানোর জন্য নিরুপায় হয়ে নিজের বুকের দুধ পান করাতে থাকেন।আর এদিকে যখন কিছুদিন যাবার পরও ঐ লোকটির মৃত্যু হলোনা তখন প্রহরীদের সন্দেহ হয় এবং বাবাকে নিজের দুধ খাওয়ানো অবস্থায় মেয়েটিকে ধরে ফেলে।এই বিষয়ের উপর আবার মামলা মোকদ্দমা হয়। তখন সরকার আইন কানুনের জায়গা থেকে সরে ভাবনার জায়গা থেকে এই বিষয়ের বিচার করে রায় দেন।
দুজনকেই মুক্তি দেওয়া হয়।
এই ছবিটি ইউরোপের সব থেকে দামী ছবি।

Category

🗞
News

Recommended