Heart-touching bangla death nasheed- bangla Islamic song 2017
Bangla islamic song- কে যাওরে ভাই আমার কবরে পাশ দিয়া। This gojol represents the life of the grave. We will face different types of difficulties in the grave for our sins but no one will help us the grave.
►ইসলামি সংস্কৃতি বিকাশে আপনিও শরিক হোন আমাদের সাথে (Support us and Become A Patron)-
https://www.patreon.com/halalentertainment
Lyrics-
কে যাওরে ভাই আমারকবরের পাশ দিয়া
বড়ই মছিবতে আছি কইয় আমার বাড়িতে যাইয়া
তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে।
সে সোয়াব পাব আমি কবরে বসিয়া,
বড়ই মছিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া।
কত যুগ যুগ ধরে শুয়ে আছি এই কবরে।
অন্তর পুড়ে যায়, দেখিতে মনে চায়।
কেউ তো দেখা দেয় নারে, কাছে আমার আসিয়া।
ভয়াবহ কঠিন আযাব এই কবরের ভিতরে,
বাঁচার কোন ওপায় নাইরে শত চেষ্টা করে।
পিপাসায় প্রাণ যায়, ছটফট করি হায়,
পানি পানি করে জীবন যেতে চায় চলিয়া।
বিষাক্ত সাপগুলি দংশন করতে থাকে।
চিৎকার দিয়ে কাঁদি শোনে না কোন লোকে।
ভয়াবহ কবর দেশ আযাবের নাই শেষ।
কে যাও আমার পাশ দিয়া হাসিয়া হাসিয়া।
দু'পাশের মাটি এসে চাপ দেয় কবরে।
এক পাজর ঢুকে পড়ে আরেক পাজরের ভিতরে।
আযাবের পর আযাব চলে দাউ দাউ আগুন জ্বলে।
কবর জীবনটা গেলো আমার কাঁদিয়া কাঁদিয়া।
সবারই তো একদিন আসবে সেই দিন।
করতে হবে আফসোস, কেউ তো লইবেনা খুঁজ।
পানিতে দুই নয়ন যাবেরে ভাসিয়া।
বড় মসিবতে আছি কইও আমার বারিতে যাইয়া।
ke jaw re vai amar koborer pash dia- bangla gojol
new bangla islamic song 2017
Bangla gojol about koborer ajab (punishment at the grave).
Who is passing by my grave?
Please tell my family that I am in great trouble in the grave.
►ইসলামি সংস্কৃতি বিকাশে আপনিও শরিক হোন আমাদের সাথে (Support us and Become A Patron)-
https://www.patreon.com/halalentertainment
Lyrics-
কে যাওরে ভাই আমারকবরের পাশ দিয়া
বড়ই মছিবতে আছি কইয় আমার বাড়িতে যাইয়া
তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে।
সে সোয়াব পাব আমি কবরে বসিয়া,
বড়ই মছিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া।
কত যুগ যুগ ধরে শুয়ে আছি এই কবরে।
অন্তর পুড়ে যায়, দেখিতে মনে চায়।
কেউ তো দেখা দেয় নারে, কাছে আমার আসিয়া।
ভয়াবহ কঠিন আযাব এই কবরের ভিতরে,
বাঁচার কোন ওপায় নাইরে শত চেষ্টা করে।
পিপাসায় প্রাণ যায়, ছটফট করি হায়,
পানি পানি করে জীবন যেতে চায় চলিয়া।
বিষাক্ত সাপগুলি দংশন করতে থাকে।
চিৎকার দিয়ে কাঁদি শোনে না কোন লোকে।
ভয়াবহ কবর দেশ আযাবের নাই শেষ।
কে যাও আমার পাশ দিয়া হাসিয়া হাসিয়া।
দু'পাশের মাটি এসে চাপ দেয় কবরে।
এক পাজর ঢুকে পড়ে আরেক পাজরের ভিতরে।
আযাবের পর আযাব চলে দাউ দাউ আগুন জ্বলে।
কবর জীবনটা গেলো আমার কাঁদিয়া কাঁদিয়া।
সবারই তো একদিন আসবে সেই দিন।
করতে হবে আফসোস, কেউ তো লইবেনা খুঁজ।
পানিতে দুই নয়ন যাবেরে ভাসিয়া।
বড় মসিবতে আছি কইও আমার বারিতে যাইয়া।
ke jaw re vai amar koborer pash dia- bangla gojol
new bangla islamic song 2017
Bangla gojol about koborer ajab (punishment at the grave).
Who is passing by my grave?
Please tell my family that I am in great trouble in the grave.
Category
😹
Fun