• 8 years ago
মেয়ে: হ্যালো।

লোক: ওয় হ্যালো ফোন ধরি লাইন কাটি দেও কিল্লাই?

মেয়ে: তুই আমারে বার বার কল দি ডিস্টার্ব করস কিল্লাই? তরে কি হাগলা কুত্তায় কামড়াইসে নি?

লোক: ও মা! আই কুনানে ডিস্টার্ব করছি?

মেয়ে: এইসব হাইজলামি করার আর (আমার) কুনু টাইম নাই।

লোক: এই কি হাইজলামি করছি আই?? আর (আমার) টেহা হয়সা বেগউন খাই তুই কোন কুনার মধ্যে হলাই রইসো?

মেয়ে: তর যদি হাইজলামি করতে ইচ্ছা করে তুই অন্যি জায়গায় যা।

লোক: এই! আবারো কয় হাইজলামি কচ্ছি অয়! আরে ধুর!!

এই ভাবে আর কয় দিন জাইবো
চুল দাড়ি সব পাইক্কা গেলো
মন টা রে কই ধর্য্য ধরো
হইব একটু সময় লাগবো
ঘটক মামায় সব ই খাইলো
পকেট মাইরা খালি করলো
ঘড়ি কি আর বইসা থাকবো
একলা জীবন কেমনে কাটবো?

এতো রঙ ঢং ভং চং তামাশা
কেন করো বলো এতো রাগ করো
কথা শোনার আগে তুমি ফোন রাখো
ভাব ধরো নিজেকে যে কি মনে করো
যেন আসমানে থাকো!

একবার সুযোগ দেও
দুইডা কথা কইতে দেও
আমি ফকির বুকে কস্ট পামু
একবার ফিরিয়া চাও
জানু একবার ফিরিয়া চাও
সোনা একবার ফিরিয়া চাও
আমার পাষান বন্ধু একলা রাইখা
লাল রে কোথায় যাও

আরে চুল গেসে পইড়া দাড়ি গেসে পাইকা
মেয়ে ছেলে মজা লয় অবস্থা দেইখা
বুক গেসে ফাইটা মন গেসে ভাইঙ্গা
হাটু মাটু সব গেসে ছাদ থাইকা পইড়া!

পিরিত করতে নামসি মাঠে
পিরিত লাল এ করবো
এমন ডায়লগ মারবো
শালার শাহরুখ খান এ কানবো

মেয়ে: কিতা আইসে?

লোক: না, কই অউ লইয়া তিন হাজার বার তুমারে কল দিলাম ফোন ধরো না দেখি?

মেয়ে: কিতার লাগি বার বার কল দেও আমারে?

লোক: অউ তুমার লগে মাত আসিল আরকি। অখন কিতা কইতাম কও বালা বুরা?

মেয়ে: আমারে কল দেওয়া বন্ধ করো।

লোক: তুমারে কল দেওয়া বন্ধ করতাম কিতা? অখন তুমারে কল দেওয়া বন্ধ করলে আমার হার্ট শাট ডাউন অইজিবো।

মেয়ে: তুমার মাত আর আমি হুনতে চাই না।

লোক: ইয়া! ইটা একটা কথা অইলো নি? এই হ্যালো হ্যালো একটা মিনিট... এই এই হ্যালো... ধুরর!!

এই ভাবে আর কয় দিন জাইবো
চুল দাড়ি সব পাইক্কা গেলো
মন টা রে কই ধর্য্য ধরো
হইব একটু সময় লাগবো
ঘটক মামায় সব ই খাইলো
পকেট মাইরা খালি করলো
ঘড়ি কি আর বইসা থাকবো
একলা জীবন কেমনে কাটবো?

দেইখা যা আয় দেইখা যা যা
দেইখা যা তোরা আয় দেইখা যা আয়
দেইখা যা আয় দেইখা যা যা
দেইখা যা তোরা আয় দেইখা যা আয়

দেইখা যা আয় দেইখা যা
একটা কথা শুইনা যা
হিসাব নিকাশ রাখ ফালাইয়া
যা আছে সব লইয়া যা
এক ছেদ মাইরা মাথার উপরে
দুই পিস লাল রে কইরালা
ট্রাক এর নিচে চাপা দিয়া
কেউ আমারে মাইরালা

দেইখা যা আয় দেইখা যা যা
দেইখা যা তোরা আয় দেইখা যা আয়
দেইখা যা আয় দেইখা যা যা
দেইখা যা তোরা আয় দেইখা যা আয়

পরান বন্ধু একি কান্ড দিলা তুমি ঘটাইয়া
সুরমা গাঙয়ের পানির মাঝে লাল রে দিলা ভাসাইয়া
শেষ বয়সে সোনা বন্ধু কেন আমারে কান্দাইলা
ভালোবাসার দাম না দিয়া কাটার মালা পরাইলা

মেয়ে: সমস্যা কি? বলসি না কল দিতে না, বার বার শুধু কল দিতাসো। একবার বললে বুঝো না?

লোক: আমি.. আমি না... আমি তুমারে... এই হ্যালো? এইটা কি হইলো? এই এইটা তো কুনু কথাই কইতে দিলো না। ধুত!!

এই ভাবে আর কয় দিন জাইবো
চুল দাড়ি সব পাইক্কা গেলো
এই ভাবে আর কয় দিন জাইবো
চুল দাড়ি সব পাইক্কা গেলো
মন টা রে কই ধর্য্য ধরো
হইব একটু সময় লাগবো

এই ভাবে আর কয় দিন জাইবো
চুল দাড়ি সব পাইক্কা গেলো
মন টা রে কই ধর্য্য ধরো
হইব একটু সময় লাগবো
ঘটক মামায় সব ই খাইলো
পকেট মাইরা খালি করলো
ঘড়ি কি আর বইসা থাকবো
একলা জীবন কেমনে কাটবো

Category

😹
Fun

Recommended