পৃথিবীর সর্ববৃহৎ খোদাইকৃত বুদ্ধ মূর্তি

  • 6 years ago
পৃথিবীর সর্ববৃহৎ খোদাইকৃত বুদ্ধ মূর্তি
চীনের সিচুয়ান প্রদেশের লিসান শহরের নিকটে লিসান ডাফো ( Lèshān Dàfó ) নামের বৌদ্ধ মূর্তিটি পৃথিবীর সবচেয়ে বড় খোদাইকৃত মূর্তি।
ট্যাং সাম্রাজ্যের (৬১৮ – ৯০৭ খৃস্টাব্দ) আমলে তৈরি এই বৃহদাকার বৌদ্ধ মূর্তিটি মাউন্ট এমি ( Mount Emei ) পর্বতের প্রদেশের লিসান শহরের নিকটেই অবস্থিত।
এই পর্বতের চূড়া কেটেই তৈরি করা হয়েছে এই বিশাল বৌদ্ধমূর্তিটি। যার পায়ের কাছে প্রবাহিত হচ্ছে কুইঙ্গি নদী।
৭১৩ খৃষ্টাব্দে হেয়তং নামে এক বৌদ্ধ সন্ন্যাসী মূর্তিটির তৈরি শুরু করেন।কিন্তু তাঁর মৃত্যুর পরপরই এই মূর্তি তৈরির কাজ বন্ধ হয়ে যায়।
প্রায় ৭০ বছর পর এক সেনাধ্যক্ষের বদান্যতায় এই মূর্তি তৈরির কাজ পুনরায় শুরু হয়। ৮০৩ সালে এই মূর্তি নির্মাণ শেষ হয়।
৭১ মিটার ( ২৩৩ ফুট) উচ্চতার এই বৌদ্ধ মূর্তিটির নাম ‘’মৈত্রেয়” । বিশ্রামরত অবস্থায় মহামতি বুদ্ধের হাত দুটো তাঁর হাঁটুর উপর বসানো। যাঁর কাঁধের চওড়া ২৮ মিটার এবং পায়ের পাতার আঙ্গুলের সবচেয়ে ছোট নখটিই এত বড় যে সেখানে একজন মানুষ এঁটে যাবে।
এই মূর্তি নির্মাণের সময় যে সকল পাথর খোদাই করে সরানো হয়েছিলো তা নদীতে ফেলে দেয়া হয়েছিলো। বর্তমানে তা মূর্তির পাদদেশে নদীর তীরে এনে রাখা হয়েছে যাতে নদীতে জাহাজ চলার সময় জলের ধাক্কায় এই মূর্তির ভিত্তি ক্ষতিগ্রস্ত না হয়।
এমি পর্বত এমনিতেই দর্শনীয় স্থান এর উপর লিসানে বিরাটাকায় বুদ্ধ মুর্তি এই অঞ্চলকে দিয়েছে আলাদা মাত্রা। ১৯৯৬ সালে ইউনেস্কো পুরো এলাকাকে World Heritage Site-এ অন্তর্ভুক্ত করে।

Recommended