মা নিয়ে আবু হুরায়রা (রাঃ) এর একটি অসাধারান ঘটনা!!

  • 6 years ago
১৭/০৫/২০১৮
মা নিয়ে আবু হুরায়রা (রাঃ) এরএকটি অসাধারান ঘটনা!!

একদিন হযরত আবু হুরায়রা (রাঃ) নবীজি (সা.) এর নিকট এসে কাঁদছেন। নবীজি জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা তুমি কেন কাঁদছ? জবাবে আবু হুরায়রা বললেন, আমার মা আমাকে মেরেছেন। রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি কি কোন বেয়াদবি করেছ?
আবু হুরায়রা বললেন, না হুজুর কোন বেয়াদবি করিনি।
আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিধায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম।
আর
আপনার কথা শুনে মা রাগে আমাকে মারধর করল আর বলল,
“হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার ছাড়বি।”
আমি বললাম, “ও আমার মা। তুমি বয়স্ক মানুষ। তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও। তবুও আমি আমার রাসুলকে ছাড়তে পারবো না।”......
Facebook: https://www.facebook.com/AazeenOfIslam/

Twitter: https://twitter.com/AazeenI

Google+ :https://plus.google.com/u/0/100232342...

Instagram: https://www.instagram.com/AazeenOfIslam/

Category

📚
Learning

Recommended