• 5 years ago
গত বছরে চীনের হুবেই প্রদেশে এ ভাইরাসের বিষয়ে প্রথম তথ্য জানানো হয়। এটি পরে কোভিড-১৯ বা করোনাভাইরাস নামে পরিচিত হয়ে ওঠে এবং চীনের বাইরে ৯৭টি দেশে ছড়িয়ে পড়ে। এ ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মানুষ নানা উপায় খুঁজছে। এ সুযোগে অনলাইনে অনেক ভুয়া তথ্য ছড়াচ্ছে সাইবার দুর্বৃত্তরা।
আমরা আজকে আলোচনা করবো, অনলাইনে করোনাভাইরাস নিয়ে যে কাজ গুলো ভুলেও করা যাবে না

১. করোনাভাইরাস প্রতিরোধে কোনো স্পেশাল মাস্ক নেই। তাই এ রকম বিজ্ঞাপন দেখলে এসব থেকে দূরে থাকুন।
২. করোনাভারাসের আকার এত ছোট যে এন ৯৫ বা সার্জিক্যাল মাস্ক যেটিই হোক এর ভেতরে প্রবেশ করতে পারবে। তাই অনলাইনে এ রকম বিষয় থেকে দূরে থাকুন।
৩. করোনাভাইরাসের কোনো প্রতিষেধক নেই। তাই অনলাইন থেকে করোনা প্রতিষেধক এ রকম কোনো মেডিসিন ক্রয় করা থেকে বিরত থাকুন।
৪. র্যা ন্ডমলি অনলাইনে করোনাভাইরাস সংক্রান্ত কিছু সার্চ করবেন না।
৫. করোনাভাইরাসের এখনো কোনো ‘টেস্ট কিট’ বের হয়নি। তাই ভুয়া করোনাভাইরাস টেস্ট কিট থেকে দূরে থাকুন।
৬. হোয়াটসঅ্যাপ বা টিকটকসহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবরে বিশ্বাস করবেন না।
৭. করোনাভাইরাস সংক্রান্ত কোনো বিষয়ে ইউটিউব থেকে পরামর্শ নেবেন না।
৮. করোনাভাইরাসের উপসর্গ কেমন হবে এ রকম কিওয়ার্ড দিয়ে অনলাইনে সার্চ করবেন না।
৯. যাচাই ছাড়া কোনো আর্টিক্যাল বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন।
১০. ফিশিং ইমেইলের ফাঁদে পা দেবেন না।

Thanks for watching..
ভিডিও টি ভাল লাগলে like & comment করে জানাবেন । আর অবশ্যই subscribe করতে ভুলবেন না । নতুন ভিডিওর update পেতে subscribe করুন এখনই । ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ।

Category

🗞
News

Recommended