কিভাবে মাইক্রোসফ্ট / নোকিয়া মোবাইল রিসেট করবেন? How to reset Microsoft / Nokia Mobile?

  • 4 years ago
কিভাবে মাইক্রোসফ্ট / নোকিয়া মোবাইল রিসেট করবেন? How to reset Microsoft / Nokia Mobile?
যেকোনো Nokia/Microsoft মোবাইলের লক স্ক্রিন এর পাসওয়ার্ড যদি ভুলে যান অথবা অন্য যেকোনো কারণে আপনার মাইক্রোসফট মোবাইল বা নোকিয়া মোবাইলে হার্ড রিসেট মারতে চান তাহলে নিচের পদক্ষেপ গুলি পরপর অনুসরণ করতে পারেন অথবা নিচের ভিডিওটি দেখতে পারেন।
      প্রথমেই আপনি যে মোবাইল ফোনের রিসেট মারতে চান সেই মাইক্রোসফ্ট বা নোকিয়া মোবাইল সুইচ ওফ বা বন্ধ করে দিন। যদি battery removable হয় বা ব্যাটারি খোলা যায় তাহলে ফোন থেকে ব্যাটারি খুলে আবার লাগিয়ে দিন।
পাওয়ার বাটন চেপে ধরে রাখুন, যখনই মোবাইলে ভাইব্রেশন বা কম্পন হবে ঠিক তখনই পাওয়ার বাটন ছেড়ে দিয়ে ভলিউম (-) বাটন চেপে ধরুন।
        ভলিউম (-) বাটন ততক্ষণ পর্যন্ত চেপে ধরে রাখুন যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে i চিন্হ না আসে। i চিহ্ন চলে আসলে ভলিউম (-) বাটন ছেড়ে দিন।
      তারপর পরপর চাপতে হবে-- ভলিউম (+), ভলিউম (-), পাওয়ার বাটন এবং ভলিউম (-)
তারপর অটোমেটিক আপনার ফোন রিসেট হয়ে যাবে।
তারপর ফোনের প্রয়োজনীয় সেটিং গুলি করে নিন। তাহলেই আপনার মাইক্রোসফট বা নোকিয়া ফোন সম্পূর্ণ হার্ড রিসেট হয়ে হোম স্ক্রিন চলে আসবে।

Category

📚
Learning

Recommended