Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/28/2020
Amay bhashaili rey _ Rishi Panda


কুল নাই কিনার নাই নাইকো দরীয়ার পাড়ি,
কুল নাই কিনার নাই নাইকো দরীয়ার পাড়ি
আরে সাবধানে চালাইয়ো মাঝি,
আরে সাবধানে চালাইয়ো মাঝি
আমার ভাঙা তরী রে
অকুল দরীয়ায় বুঝি কূল নাইরে,
আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে
অকুল দরীয়ায় বুঝি কূল নাইরে।

পানসা জলে সাই ভাসায়ে, সাগরেরও বানে,
পানসা জলে সাই ভাসায়ে, সাগরেরও বানে
আমি জীবনের ভেলা ভাসাইলাম

অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে।
আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে
অকুল দরীয়ায় বুঝি কূল নাইরে।

Category

🎵
Music

Recommended