Chandmoni Hembram New Bengali Song..
নমস্কার ভাই ও বোনেরা, আমি আজ নিয়ে এসেছি আপনাদের জন্যে একটা নতুন ইনফোরমেটিভ ভিডিও,এখানে আপনারা দেখতে পাবেন চাঁদমনি হেমব্রম এর গলায় অসাধারণ গান - পর্ব-১ Santali Video
হুগলী জেলার পান্ডুয়ায় এক গণ্ডগ্রাম বড়ো মুল্টির বাসিন্দা চাঁদমণি পড়ে ক্লাস টেন-এ। বাবাকে হারিয়েছে ছোটবেলাতে, সে কথা মনে পড়লেই চোখে জল আসে তার। দিনমজুর মা কাকভোরে কাজে বেরিয়ে যায়। এরপর ঘরের সব কাজ সামলে রান্না করে খেয়ে তিন বোন আর বন্ধুদের সঙ্গে তার স্কুলে যাওয়ার পালা। এক ঝাঁক পায়রার মত কলকল করতে করতে বাড়ির সামনে দিয়ে স্কুলে যাওয়া এই মেয়েদের তো আমরা সবাই চিনি। কিন্তু চাঁদমণির আরেকটা আশ্চর্য ক্ষমতা আছে। অভাব সেই ক্ষমতাটাকে কেড়ে নিতে পারেনি। আপন মনে, নিজের খেয়ালে সে চমৎকার গান গায়। সে কথা তাকে বললেই তার চোখেমুখে জ্বলে ওঠে হাজার ওয়াটের আলো। শিশুসুলভ সারল্যে সে বলে ওঠে ‘আমার গান করতে খুব ভালো লাগে, আমি মোবাইল আর টিভিতে গান শুনি, সে সবই তো গাই।’
Chandmoni, a resident of Gandgram Baro Multi in Pandua, Hooghly district, fell in class ten. She lost her father when she was a child, and tears well up in her eyes when she remembers that. The day laborer's mother goes out to work at dawn. Then it was her turn to go to school with her three sisters and friends. We all know these girls who go to school in front of the house muttering like a flock of pigeons. But Chandmani has another amazing ability. Lack could not take away that power. As soon as he told her, a thousand watts of light shone in his eyes. In childish simplicity, he said, "I like to sing. I listen to music on my mobile and TV. He sings everything."
নমস্কার ভাই ও বোনেরা, আমি আজ নিয়ে এসেছি আপনাদের জন্যে একটা নতুন ইনফোরমেটিভ ভিডিও,এখানে আপনারা দেখতে পাবেন চাঁদমনি হেমব্রম এর গলায় অসাধারণ গান - পর্ব-১ Santali Video
হুগলী জেলার পান্ডুয়ায় এক গণ্ডগ্রাম বড়ো মুল্টির বাসিন্দা চাঁদমণি পড়ে ক্লাস টেন-এ। বাবাকে হারিয়েছে ছোটবেলাতে, সে কথা মনে পড়লেই চোখে জল আসে তার। দিনমজুর মা কাকভোরে কাজে বেরিয়ে যায়। এরপর ঘরের সব কাজ সামলে রান্না করে খেয়ে তিন বোন আর বন্ধুদের সঙ্গে তার স্কুলে যাওয়ার পালা। এক ঝাঁক পায়রার মত কলকল করতে করতে বাড়ির সামনে দিয়ে স্কুলে যাওয়া এই মেয়েদের তো আমরা সবাই চিনি। কিন্তু চাঁদমণির আরেকটা আশ্চর্য ক্ষমতা আছে। অভাব সেই ক্ষমতাটাকে কেড়ে নিতে পারেনি। আপন মনে, নিজের খেয়ালে সে চমৎকার গান গায়। সে কথা তাকে বললেই তার চোখেমুখে জ্বলে ওঠে হাজার ওয়াটের আলো। শিশুসুলভ সারল্যে সে বলে ওঠে ‘আমার গান করতে খুব ভালো লাগে, আমি মোবাইল আর টিভিতে গান শুনি, সে সবই তো গাই।’
Chandmoni, a resident of Gandgram Baro Multi in Pandua, Hooghly district, fell in class ten. She lost her father when she was a child, and tears well up in her eyes when she remembers that. The day laborer's mother goes out to work at dawn. Then it was her turn to go to school with her three sisters and friends. We all know these girls who go to school in front of the house muttering like a flock of pigeons. But Chandmani has another amazing ability. Lack could not take away that power. As soon as he told her, a thousand watts of light shone in his eyes. In childish simplicity, he said, "I like to sing. I listen to music on my mobile and TV. He sings everything."
Category
🎵
Music