• 3 years ago
‘পুলিশ যখন গ্রেফতার করে তখন বার বার বলেছি, সে কোনো অপরাধ করেনি। তাকে ছাড়া আমি একবারেই অচল। তোমরা তাকে ছেড়ে দাও। আজ আমার কথাই প্রমাণ হলো। ২২ মাস পর ছেলেকে পেলাম কিন্তু হারালাম আমার দুই চোখ। ছেলের অপেক্ষায় কাঁদতে কাঁদতে দৃষ্টি হারিয়েছি দুই চোখের। কে এখন ফিরিয়ে দেবে আমার দুই চোখের দৃষ্টি? আর কে বা ফিরিয়ে দেবে আমার ছেলের হারানো দিনগুলো।’

এভাবেই বলছিলেন ভুয়া পরোয়ানায় ২২ মাস কারাগারে থাকা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাশডাইল এলাকার বাসিন্দা হোটেলকর্মী কপিল উদ্দিনের মা সাথী বেগম। কপিল উদ্দিনকে ২২ মাস আগে রাজধানীর পল্টন থানার একটি মাদক মামলার পরোয়ানায় গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। কিন্তু ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ এরফান উল্লাহ মামলার সঙ্গে কপিলের সম্পৃক্ততা খুঁজে না পেয়ে তাকে মুক্তির আদেশ দেন। এছাড়াও গাজীপুর জেলারকে এ বিষয়ে জবাব দেয়ার জন্য কারণ দর্শানোর নির্দেশ দেন। বিচারকের কারণে ২২ মাস পরে মুক্তি পান কপিল উদ্দিন...

Category

🗞
News

Recommended