• 4 years ago
চলছে কাজের ধুম। মহাকর্মযজ্ঞে দম ফেলার ফুসরত যেন নেই শ্রমিকদের। পর্দা ওঠার দিনক্ষণও ঘনিয়ে এসেছে। শেষবেলায় চলছে তুলির আঁচড়। পূর্ণতা পেতে লাগবে আরও কটা দিন, তাতে কী!

অপূর্ণতার মাঝেই রূপের যে ঝলক, তা দেখেই যেন চোখ ঝলসে যায়। দামি গ্লাসে ঢাকা পড়েছে প্রাসাদের বাইরের দিক। ভেতরে যেন মহা রাজপ্রাসাদের মহা বারাম খানা। চোখ ধাঁধাঁনো রঙের এমন খেলা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দেয়ালে দেয়ালে। অপরূপ সাজে সজ্জিত হয়ে ফিরছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল।

Category

🗞
News

Recommended