• 3 years ago
সময় গড়াচ্ছে আর হতাশা বাড়ছে দর্শকদের মধ্যে। ধৈর্যও হারাচ্ছে তারা। হাতে সময় নেই। বড়জোর মিনিট দশেক খেলা বাকি। স্কোর অপরিবর্তিত। তিলধারণের ঠাঁই ছিল না যে গ্যালারিতে। এখন সেখানে দৃশ্যমান হচ্ছে চেয়ারগুলো। মানে গ্যালারি ত্যাগ করতে শুরু করেছিল হতাশ দর্শকরা। তারা ধরেই নিয়েছে, আর হবে না...

Category

🗞
News

Recommended