• 3 years ago
‘আল্লাহর দোহাই, ভিসা পেলেই বাংলাদেশ থেকে সৌদি আরবে লোক পাঠাবেন না। সরকারকে নিষেধ করেন। ভিসা নিয়ে আসতে পারলেও এখানে কাজ নাই। কাজ পেলেও বেতন খুবই কম। টাকা ছাড়া কোম্পানি আকামা দেয় না। আকামা পেলেও নির্দিষ্ট ওই কোম্পানির বাইরে কাউকে কাজে পেলে তাকে অবৈধ বলে দেশে পাঠিয়ে দেয়। গত ২১ বছরের প্রবাস জীবনে এমন দুরবস্থা দেখিনি।’

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মাতানিয়া গ্রামের বাসিন্দা কবির আহমেদ আক্ষেপ করে এ কথাগুলো বলছিলেন। তিনি ২১ বছর ধরে মদিনা আল মনোয়ারায় বসবাস করছেন। বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন।
নিউজটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2NhKyAP

Category

🗞
News

Recommended