• 3 years ago
পাহাড়েরর সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে? সেই সাথে যদি নদী দেখা যায় তাহলে তো আরো মজা, সাথে যদি পখির চোখে (ড্রোন ভিউ) দেখা যায় তাহলে?
যদিও আমি ড্রোন বা পাখির চোখের দেখি নি, কিন্তু হোটেল থেকে ভিডিও করার কারনে সেই রকম একটা ফিলিং চলে আসে।
ছোট একটি ভিডিও মোবাইল থেকে করা হয়েছে, যদিও ভিডিওটি করার সময় আপলোড দেয়ার ইচ্ছা ছিলো না, তাহলে এতো নারাচাড়া করতাম না।
বেশি নারাচাড়া করার জন্য দুঃখিত।

Category

🏖
Travel

Recommended