Nagad Account Suspended নিয়ে কাস্টমার কেয়ারের সাথে ভাইরাল কল রেকর্ড | নগদ একাউন্ট সাসপেন্ড | Nagad| TN TechZone

  • 3 years ago
Nagad Account Suspended নিয়ে কাস্টমার কেয়ারের সাথে ভাইরাল কল রেকর্ড | নগদ একাউন্ট সাসপেন্ড | Nagad

নগদ বাংলাদেশের মোবাইল ব্যাংকিংয়ে এক আমুল পরিবর্তন নিয়ে এসেছে। কিন্তু বিগত ২/৩ দিন থেকে নগদ লাখ লাখ অ্যাকাউন্ট সাসপেন্ড করে রেখেছে কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়া। কাউকে তারা মেসেজ করে জানাচ্ছে কাউকে কিছু না জানিয়েই অ্যাকাউন্ট গুলো বন্ধ করে রেখে এবং বলা হচ্ছে তাদের কল সেন্টারে কথা বলার জন্য তাদের সাথে প্রথম দিকে এই সমস্যা নিয়ে কথা বললে তারা জানায় "তারা নাকি প্রতারণার অভিযোগ পেয়ে কাস্টমারদের টাকার নিরাপত্তার সার্থে অ্যাকাউন্ট গুলে সাসপেন্ড করছে"
"পরবর্তিতে তারা আবার বলে ক্রিমিনাল এ্যাক্টিভিটির কারণে পরবর্তিতে আবার স্টেটমেন্ট বদলে বলে টেকনিকাল সমস্যার কারণে এমন হয়েছে" এখন বলছে কিছু ইকমার্সের এ্যাবনর্মাল এ্যাক্টিভিটির কারণে অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে:

এখন প্রশ্ন :
১/এই প্রতারণা কে করল?

২/টেকনিক্যাল তাহলে বাংলাদেশের সবার অ্যাকাউন্ট কেন বন্ধ হল না?

২/ইকমার্সের এ্যাবনর্মাল ট্রানজেকশন কারণে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে!!!

ইকমার্সে যখন আমরা পেমেন্ট করেছে তখন কেন বলেন নাই এত টাকা দেওয়া যাবে না,তখন কেন অ্যাকাউন্ট বন্ধ করা হয় নাই।এখন তারা আমাদের টাকা আমাদের ফিরিয়ে দিচ্ছে এখন আপনাদের কাছে এটা ক্রিমিনাল এ্যাক্টিভিটি,প্রতারণা,অস্ভাবিক ট্রানজেকশন মনে হচ্ছে? মানে নেওয়া সময় খুব ভালো লেগেছে ইসক্রু সিস্টেমে টাকা আটকে রাখতে ভালো লেগেছে । আর এখন দেওয়া সময় হয়েছে আর আপনাদের নাটক শুরু হইছে।

আমার অ্যাকাউন্টে ইকমার্স থেকে আমার পেমেন্টকৃত টাকা রিফান্ড করা হয়েছে প্রাই ৪ লাখ পূর্বে ছিল ৩০ হাজার।
তারা অজুহাত দেখিয়ে যে টাকা রিফান্ড পেলাম সে টাকাও আটকে রেখেছে এবং আগের যে ৩০ টাকা আছে সে টাকাও বের করতে দিচ্ছে না।

আপনাদের রিফান্ডের টাকার ওপর সন্দেহ আছে তাহলে ওই অ্যামাউন্ট ফ্রিজ করে দেন যে টাকা আমার আগের ছিল াে টাকা ব্যবহার করতে দেন।কিন্তু তা না করে সব টাকা আটকে রেখেছেন।

আমি ইকমার্সে পেমেন্ট করেছি,, আইএসআই বা তালেবান কিংবা কোন সঙ্গি সংঘটন কে কোন অর্থায়ন করিনি।

জেলায় জেলায় মামলা করা দরকার । গণহারে ওদের নামে মামলা করে উচিত শিক্ষা দেয়া দরকার।
৪ লক্ষ টাকা যখন পেমেন্ট করেছি তখন সমস্যা হয়নি , এখন তিন মাস পর চার মাস পর আমার টাকা আমাকে ফেরত দেয়া হলো এখন তাদের কাছে হয়ে গেছে অপরাধ ।
আর নগদ আইনের কোন ধারায় ভিত্তিতে এভাবে কাস্টমারদের একাউন্ট সাসপেন্ড করতে পারে ?
কাস্টমার রাই নগদ কে এতো ওপরে উঠিয়েছে , নগদ যদি সোজা না হয় তাহলে মাথার উপর থেকে পায়ের নিচে পিষতে ও কাস্টমাররা বেশি সময় নিবে না।
একতাই শক্তি একতাই বল, অতএব আমাদের সবাইকে এক হতে হবে , যা করার উদ্যোগ নিতে হবে । কারণ আমাদের বিষয়ের তদন্তভার পড়েছে এক ধরনের লুটেরাদের উপর । ওদের উপর কোন বিশ্বাস নেই। যে কোন একদিন ঘুম থেকে উঠে দেখব একাউন্ট সচল হয়েছে কিন্তু আমার টাকা আর একাউন্টে নেই।
©Tanzir Islam Rohan
#nagad
#nagad_account_suspended
#fraudnagad
#boycottnagad
#TN_TechZone
#TnTechZone
====================================
Business Inquiries: techzonetn@gmail.com ====================================

☑️ Subscription Link: https://youtube.com/channel/UC5SjmbN876j0h7MwFHe6YCA

☑️ Our Facebook Page:
https://facebook.com/tn_techzone

☑️ Instagram: https://instagram.com/tn_techzone

☑️ Twitter: https://twitter.com/tn_techzone

☑️ Tumblr: https://twitter.com/tntechzone

___Thanks All❤️

Recommended