Din jay din ase

  • 3 years ago
Lyric --Kazi Kamal Nasser
Tune --Kazi Kamal Nasser
Music arragement -- Kazi Kamal Nasser
Artist --Kazi Kamal Nasser
Original song link -- https://youtu.be/cxjsItqp8X8
গানঃ দিন যায় দিন আসে
কথা ও সুরঃ কাজী কামাল নাসের
শিল্পীঃ কাজী কামাল নাসের
যন্ত্রায়োজনঃ কাজী কামাল নাসের

দিন যায় দিন আসে
রোজকার ভিড় বাসে
আর কতো একইভাবে ঝুলবো?

এই সবে টালা পার্ক
আজও খাবো লেট মার্ক
কী করে সে অপমান ভুলবো?

ভোরবেলা হাঁটাহাঁটি
না করলে হবে মাটি
ডাক্তারদের মন্ত্রণা

একটু হেঁটেই কাবু
খেতে হবে দুধ-সাবু
দু হাঁটুতে কী যে যন্ত্রণা!

ছেলের স্কুলের তাড়া
বৌ ঘুমে, নেই সাড়া
নিজ হাতে কমপ্ল্যান গুলবো

এরপরও ঈশ্বর
ভাবো এই খেলাঘর
হাসি আর গানে ভরে তুলবো!

বাজারের থলি হাতে
দরাদরি করি যাতে
দুটো টাকা করা যায় সাশ্রয়

চাহিদার শেষ নেই
আছে সব মেজাজেই
আমি শুধু হচ্ছি নিরাশ্রয়।

প্রতিবেশী পাঁচু রায়
নিজের গাড়িতে যায়
দেখে কি লুচির মতো ফুলবো?

একটু চ্যবনপ্রাশে
মনে বেশ জোশ আসে
ভাবি ঠিক প্রতিশোধ তুলবো।

video - #kakalisinha

#dinjaaydinase #modernbengalisong

Category

🎵
Music

Recommended