ব্যথার চিকিৎসায় ফিজিওথেরাপিস্ট না ডাক্তারকে দেখানো উচিত

  • 3 years ago
ব্যথা হলে ডাক্তার না ফিজিওথেরাপিস্ট দেখানো উচিত ব্যথা হলে আসলে কোন চিকিৎসকের নিকটেও যাওয়া উচিত সেটা জানি না। ফার্মেসী থেকে মেদিসিন খেয়ে খেয়ে শরীরের অবস্থা বেহাল অবস্থা করে ফেলি। এক্ষেত্রে ডাক্তার বলতে অর্থ, নিউরো, ফিজিক্যাল মেডিসিন, মেডসিন চিকিৎসক দেখাবেন না ফিজিওথেরাপিস্ট দেখাবেন এটা বুঝে উঠা ও মুসকিল হয়ে পড়ে। আবার কখন ফিজিওথেরাপিস্ট দেখানো উচিত সেটাও জানা দরকার। স্বাস্থ্য সমস্যা,ব্যথা ও ফিজিওথেরাপিনিয়ে কোন প্রশ্ন থাকলে করতে পারেন ।
সোস্যাল মিডিয়া লিংকঃ
1. Facebook: https://www.facebook.com/Dr.Qawsarulalam
2. facebook group: https://www.facebook.com/groups/healthsolutionsupport
3. website: www.physioexpertsbd.com
4. instagram: https://www.instagram.com/dr.qawsar/
এমনকি আমাকে ইমেইল কতে পারেন- email- physioqawsar01@gmail.com

Recommended