Klikk Originals- এ ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে সৌপ্তিক সি নির্দেশিত 'এনক্রিপ্টেড'। পায়েল সরকার, ঐশ্বরিয়া সেন, রিচা শর্মা, রানা বসু ঠাকুর, অমিতাভ আচার্য, অর্পিতা দাস, রানা মুখোপাধ্য়ায় অভিনীত এই ওয়েব সিরিজ ইতিমধ্য়েই পছন্দ করেছে দর্শক। ডার্ক ওয়েব নিয়ে এই গল্প তৈরির কথা কীভাবে মাথায় এল পরিচালকের? এবিপি লাইভের সঙ্গে শেয়ার করলেন তিনি। পাশাপাশি অভিনেত্রী পায়েল সরকার জানালেন এই ওয়েব সিরিজ তাঁর কাজের অভিজ্ঞতা কেমন।
Category
🗞
News