মৌলিক গান। মা তোর রূপের মাঝে যেন, ভূবন লুকিয়ে রয়।মায়ের গান।_Ma_tor_ruper_majhe_jano.__(Official)(1080p) https://www.dailymotion.com/video/x8cg1a6র রূপের মাঝে যেন, ভূবন লুকিয়ে রয়।মায়ের গান। Ma tor ruper majhe jano. (Official)

  • 2 years ago
গান: মা তোর রূপের মাঝে যেন ভুবন লুকিয়ে রয়। মৌলিক গান। রাত্রি দাস।


গান -------------------------------------------------------------------------------
মা তোর রূপের মাঝে যে, ভুবন লুকিয়ে রয় -
তুই হাসলে যেন সূর্য্যি উঠে, কাঁদলে অস্ত যায়।.......(২)

তুই গাইলে যেন গায়ে পাখির, নাচলে মেলে পাখা
রাগলে যেন ধরনীটা আঁধারে পরে ঢাকা।.......(২)

তুই এগিয়ে চললে বাড়ে যে সাহস পিছলে করে ভয়
তুই হাসলে যেন সূর্য্যি উঠে, কাঁদলে অস্ত যায়

তোর চুলকে আমি মেঘ যে জানি-
চোখের জল যেন নদীর পানি.... (২)
আঁখি মুদলে তো সন্ধ্যা নামে, খুলতে প্রভাত হয়
তুই হাসলে যেন সূর্য্যি উঠে, কাঁদলে অস্ত যায়।... (ঐ)

-------------------------------------------------------------------------------------

গান : মা তোর রূপের মাঝে যে, ভুবন লুকিয়ে রয়
গীতিকার : গাজী আলাউদ্দিন আলো
সুরকার : রাত্রি দাস
শিল্পী : রাত্রি দাস

-------------------------------------------------------------------------------------
Lyricist: Gazi Alauddin Alo
Composer: Ratri Das
Artist: Ratri Das

Recommended