• 2 years ago
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে - লালন গীতি Lyrics
শিল্পী ডলি মন্ডল

দেখ দেখ মনরায় হয়েছে উদয়
কি আনন্দময় সাধুর সধ বাজারে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে

যথা রে সেই সাধুর বাজার
তথা সাই'র বারাম নিরন্তর
এনে সাধ সভায় তবে মন আমায়
আবার যেন ফ্যারে ফেলিস না রে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
দেখ দেখ মনরায়

সাধু গুরুর কি মহিমা
বেধে দিতে না রে সীমা
হেন পদে যার নিষ্ঠা না হয় তার
না জানি কপালে কি আছে রে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
দেখ দেখ মনরায়

সাধুর ও বাতাসে মন
বনের কাষ্ঠ হয় রে চন্দন
লালন বলে মন খোজ কি আর ধন
সাধুর সঙ্গে রঙ্গে বেশ কর রে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
দেখ দেখ মনরায়

Category

🎵
Music

Recommended