পুজোর বাকি আর প্রায় এক মাস... এরইমধ্যে, মেদিনীপুর শহরের শরৎপল্লির খুঁটিপুজো ঘিরে বেঁধেছে বিবাদ। একইদিনে, সকালে খুঁটিপুজো করলেন তৃণমূল কাউন্সিলার। তার বিরোধিতা করে সন্ধেবেলায় ফের খুঁটিপুজো করল নাগরিক সমিতি। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Category
🗞
News