পেগাসাসকাণ্ডে ফোনে আড়িপাতার কোনও প্রমাণ মেলেনি। জানাল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে, ২৯টি ফোন পরীক্ষার পর ৫টি ফোনে ম্যালওয়্যার মিলেছে। তবে সেগুলি স্পাইওয়্যার কি না, তা নিশ্চিত নয়। পেগাসাসকাণ্ডে ৩টি অংশে রিপোর্ট জমা দেয় সুপ্রিম কোর্ট গঠিত কমিটি। এর মধ্যে ২টি টেকনিক্যাল কমিটির, আরেকটি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত নজরদারি কমিটির। যে ৫টি ফোনে ম্যালওয়্যার মিলেছে, সেগুলি সাইবার নিরাপত্তার অভাবের কারণে ঘটেছে বলে টেকনিক্যাল কমিটির রিপোর্টে দাবি।
Category
🗞
News