• 2 years ago
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রদীপ সিংহকে জেরায় নতুন তথ্য। ‘এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিন্হাকে একাধিক মেল মিডলম্যান প্রদীপ সিংহের’।‘কার কার চাকরি করতে হবে, জানিয়ে এসপি সিন্হাকে মেল মিডলম্যানের’। মেল থেকে বেশকিছু অ্যাডমিড কার্ডের নম্বর মিলেছে, সিবিআই সূত্রে খবর। মেলে প্রাপ্ত অ্যাডমিটের নম্বর অনুত্তীর্ণদের বলে অনুমান সিবিআইয়ের। অ্যাডমিট কার্ডের নম্বর ধরে অযোগ্য প্রার্থীদের খোঁজে সিবিআই। চাকরি পেতে কীভাবে কত টাকার লেনদেন? তদন্তে সিবিআই

Category

🗞
News

Recommended