খাতরো কে খিলাড়ি ফোর, পেয়ার মোহাব্বতের জালেবি বাঈ, কঙ্গনার শো ‘লকআপ’-এ প্রতিযোগী পুনম পাণ্ডে। বিতর্ক যার অন্যতম সঙ্গী। তাঁর মুম্বইয়ের পঁচিশ তলার ফ্ল্যাটে পৌঁছে গেল হয় মা নয় বৌমা। না কোনও বিতর্কের জন্য নয়।পুনম ঘুরিয়ে দেখালেন, কীভাবে তিনি সাজিয়েছেন তাঁর নতুন ফ্ল্যাট।
Category
🗞
News