• 3 years ago
প্রকাশ্যে তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের‘কেউ বলছেন, আমাদের পিঠের চামড়া গুটিয়ে জুতো বানাবেন’‘সব হিসেব হবে, সুদে-আসলে হিসেব হবে’‘পাবলিকের মার একটাও বাইরে পড়বে না’‘লোকে সবে হাত পাকানো শুরু করেছে, মার পড়লে পালানোর জায়গা পাবে না’‘মার পড়লে হাসপাতালে ভর্তির জায়গা পাবে না’‘কোনও পুলিশ বাঁচাতে আসবে না’‘ভারতবর্ষ জুড়ে শুদ্ধিযজ্ঞ শুরু হয়েছে’‘এই যজ্ঞে অনেকের আহুতি হয়ে যাবে’‘সিবিআই ঠিক করেছে ১ কুইন্টালের নীচে কাউকে তুলবে না’পুকুর ছেঁচা শুরু হলে, পুঁটি, শোল কেউ বাদ পড়বে না, হুঙ্কার দিলীপের

Category

🗞
News

Recommended