• 2 years ago
জল্পনা ছিলই। শেষপর্যন্ত রাহুল গান্ধীর ওপর ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস ছাড়লেন গুলাম নবি আজাদ। সনিয়া গান্ধীর কাছে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। সূত্রের খবর, ইস্তফাপত্রে গুলাম নবি আজাদ অভিযোগ করেছেন, দলে প্রবীণদের মর্যাদা দেওয়া হচ্ছিল না। নবীনদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছিল। রাহুল গান্ধীর নেতৃত্ব যে তিনি মেনে নিতে পারছিলেন না, তা চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন গুলাম নবি আজাদ। তাঁর অভিযোগ, রাহুল প্রবীণ নেতাদের অসম্মান করতেন। সেইসঙ্গে তাঁর অভিযোগ, এখন রাহুলের নিরাপত্তারক্ষীরা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেন। ইউপিএ আমলের মতো রিমোট কন্ট্রোলে কংগ্রেস চালানো হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

Category

🗞
News

Recommended