সাগরের জলোচ্ছ্বাসে গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত। বিশেষ করে কপিলমুনি আশ্রমের সামনের অংশ। লেক কালিবাড়ির পক্ষ থেকে জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় ত্রাণসামগ্রী। কপিলমুনি মন্দিরের সামনে অভুক্ত অবলা প্রাণীদের খাওয়ান লেক কালিবাড়ির সেবাইত শ্রী নিতাইচন্দ্র বসু।
Category
🗞
News