নিয়োগ দুর্নীতিকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ধৃত মিডলম্যান প্রদীপ সিংয়ের থেকে উদ্ধার নথি থেকে মিলল নবম-দশমের চাকরিপ্রার্থীদের প্রচুর অ্যাডমিট কার্ডের নম্বর। তদন্তকারীদের সন্দেহ, সকলেই যোগ্য প্রার্থী নয়। তাঁদের মধ্যেই কেউ নিয়োগ পেয়েছেন কিনা, খতিয়ে দেখছে CBI। নেপথ্যে আর্থিক লেনদেন রয়েছে কিনাও খতিয়ে দেখা হচ্ছে।
Category
🗞
News