• 2 years ago
চাকরি-দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের সঙ্গে সরাসরি যোগ ছিল এস পি সিনহার ? ‘অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করা হয়েছিল প্রসন্নর নির্দেশে’। ‘প্রসন্নর নির্দেশেই এস পি সিন্হাকে অযোগ্য প্রার্থীদের তালিকার মেল’। জেরায় দাবি করেছেন প্রদীপ সিংহ, আদালতে দাবি সিবিআইয়ের। ‘প্রসন্নর সংস্থার গাড়ি অন কল ডিমান্ডে ব্যবহার করতেন শান্তিপ্রসাদ সিন্হা’। ‘সল্টলেকে ভাড়া গাড়ির সংস্থা চালাতেন প্রসন্নকুমার রায়’। ‘সেই সংস্থায় কম্পিউটার অপারেটরের কাজ করতেন প্রদীপ সিংহ’। ‘প্রসন্নর সল্টলেকের অফিসেই তৈরি হত অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা’। প্রদীপ-প্রসন্নকে জেরা করে মিলেছে তথ্য, খবর সূত্রের।

Category

🗞
News

Recommended