বাগদার হেলেঞ্চায় বিজেপির সাংগঠনিক বৈঠক চলাকালীনই তুমুল অশান্তি! জেলা সভাপতির সামনে টেবিল চাপড়ে বিক্ষোভ কর্মীদের একাংশের। আলোচনা ছাড়াই বাগদা বিধানসভার কনভেনারের নাম ঘোষণা করার পরই অশান্তি শুরু! দাবি বিজেপির মণ্ডল সভাপতির। এ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
Category
🗞
News