প্রয়াত প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসুর নেতাজিকে নিয়ে বাংলায় লেখা ১৮টি প্রবন্ধের ইংরেজিতে অনুবাদ করেছেন তাঁরই পুত্র সুমন্ত্র বসু। দিল্লিতে এক অনুষ্ঠানে প্রকাশিত হল সেই বই। বই প্রকাশ অনুষ্ঠানে ছিলেন কৃষ্ণা বসুর দুই পুত্র সুগত বসু ও সুমন্ত্র বসু।
Category
🗞
News