নন্দীগ্রামের দাউদপুরের হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে ধুন্ধুমার। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। আজ নন্দীগ্রামের দাউদপুরের গোমগড় হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন। পাশাপাশি তৈরি হয়েছে তৃণমূলের দুটি ক্যাম্প। সেখানে সকাল থেকে জড়ো হন তৃণমূল কর্মীরা।ই নিয়ে উত্তেজনা বাড়ে। পুলিশের লাঠিচার্জ করে বেআইনি জমায়েত হঠায় পুলিশ।
Category
🗞
News