SSC দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। উত্তর ২৪ পরগনার অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরির দায়িত্বে ছিলেন মিডলম্যান প্রসন্নকুমার রায়। প্রদীপ সিংয়ের মারফত তা পাঠানো হত SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার কাছে। মিডলম্যানদের জেরায় মিলেছে এই তথ্য, দাবি সিবিআইয়ের।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জেরায় জানা গিয়েছে, গাড়ি ভাড়া নেওয়ার সূত্রেই SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় প্রসন্ন রায় ও তাঁর সংস্থার কর্মী প্রদীপ সিংয়ের। উত্তর ২৪ পরগনা জেলার অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করে তা প্রদীপের মারফত শান্তিপ্রসাদ সিন্হার কাছে পাঠাতেন প্রসন্ন। SSC দুর্নীতিকাণ্ডে মেল চালাচালির জন্য ব্যবহার করা হত প্রসন্নর সল্টলেকের কার রেন্টাল অফিসের কম্পিউটার।
Category
🗞
News