• 3 years ago
নয়ডায় অপারেশন ডিনামাইট। ধূলোয় মিশল ‘দুর্নীতির’ তাসের ঘর!! সুপ্রিম কোর্টের নির্দেশে কয়েক সেকেন্ডে মাটিতে মিশে গেল নিয়ম ভেঙে মাথা তুলে দাঁড়ানো নয়ডার সুপারটেক টুইন টাওয়ার। অপারেশন ডিনামাইটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বেআইনি দুই বহুতল অ্যাপেক্স ও সিয়ান। ৩২ তলার অ্যাপেক্সের উচ্চতা ছিল ১০৩ মিটার। আর ৩০ তলার সিয়ানের উচ্চতা ছিল ৯৪ মিটার।  

Category

🗞
News

Recommended