• 3 years ago
এবার মুন্না-সার্কিটের সঙ্গী চঞ্চল চৌধুরী | ডন 3 থেকে সরে যাচ্ছেন শাহরুখ। chanchal Chowdhury, shah rukh khan.

অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) প্রশংসায় পঞ্চমুখ টলি থেকে বলি।
কাঁটাতারের সীমানা পেরিয়ে এপারেও ক্রমশই বাড়ছে এমন শক্তিশালী বলিষ্ঠ অভিনেতার অনুরাগীর সংখ্যা।
হইচই তে স্ট্রিম হওয়া কারাগার সত্যিই হইচই ফেলে দিয়েছে।
ডিজনি-হটস্টার স্টিমিং প্ল্যাটফর্মের (Indian streaming platform Disney+Hotstar) চিফ অপারেশন অফিসার হুজেফা কাপাডিয়া (Huzefa Kapadia) কারাগার দেখার পর চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) অভিনয়গুণে প্রশংসায় পঞ্চমুখ
বলি ইন্ডাস্ট্রির লেটেস্ট খবর অনুযায়ী, ডন থ্রি থেকে সরে যাচ্ছেন শাহরুখ। বলিউড হাঙ্গামা সুত্রেই জানা যাচ্ছে, ডন থ্রি-র জন্য শাহরুখকে প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রথমে রাজি হলেও এখন নাকি ডন থ্রি থেকে সম্পূর্ণ নিজেকে সরিয়ে নিচ্ছেন কিং খান। #CineVerse #chanchalChowdhury

Recommended