• 2 years ago
আসালামালাইকু,

আমি এসেছি আজ আপনাদের পাশে কিছু খুশির খাজানা নিয়ে ! কিছু মানুষের মুখে হাসি ফুটাতে তাদের

দুঃখ কস্ট কিছু ভাগ করে নিতে. কিছু অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিতে ! যাদের দিন শুরু হয় অনাহারে রাস্তায় লোকেদেরদ্বারে দ্বারে ঘুরে ! আর রাত্রির টা কাটে নিল আকাশের নিচে ! সেই অসহায় মানুষ গুলোর জন্য আমি একটু তাদের পাশে এসেদাঁরায়! তাদের দুঃখের কথা গুলো শুনি আর আমি ভাবি আল্লহতালা আমাদেরকে কত রকম ভাবে পাঠিয়েছে এই পৃথিবীতে! আর আমি যখন এই মানুয় গুলোর সাথে কথা বলি তাদের ভালো মন্দ কথাগুলো শুনি আমার তখন মনের মধ্যে খুব কষ্ট হয় ! আশুন না আমরা সবাই মিলে এই অসহায় মানুয় গুলোর পাশে দাঁরাই

খোদা হাফেজ আমিন

Category

😹
Fun

Recommended