Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/31/2023
তিলজলায় নাবালিকা খুন। গ্রেফতার মূল অভিযুক্ত। অশান্তি ছড়ানোর অভিযোগে গারদে আরও ৩০। ঘটনার ৭২ ঘণ্টা পর কতটা এগোল তদন্ত প্রক্রিয়া? তদন্তের অভিমুখই বা কোন দিকে? গোটা বিষয় পর্যবেক্ষণে এসে বিরোধে জড়িয়ে পড়লেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো। বাক্ যুদ্ধে অবতীর্ণ হলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ও। অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত হল তিলজলার ২১ নম্বর শ্রীধর রায় রোড। শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হল তিলজলা থানায়। রাজ্যের বিরুদ্ধে গুন্ডামি এবং তদন্তকে প্রভাবিত করার অভিযোগ তুললেন প্রিয়ঙ্ক কানুনগো। অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে বলপূর্বক প্ররোচনার অভিযোগ করলেন সুদেষ্ণা রায়।

Category

🗞
News

Recommended