‘ওয়ার’ ছবির সিকুয়াল ‘ওয়ার ২’ নিয়ে একের পর এক চমক! ছবি সফল হওয়ার পরেও বাদ পড়লেন পরিচালক। সিদ্ধার্থ আনন্দের পরিবর্তে পরিচালকের দায়িত্বে অয়ন মুখোপাধ্যায়। ‘ওয়ার ২’ -তে থাকছেন না টাইগার শ্রফ। ছবিতে হৃতিকের সঙ্গে দেখা যাবে জুনিয়র এন টি আরকে। স্বাভাবিকভাবেই খুশির জোয়ার অনুরাগীদের মধ্যে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সমাজকমাধ্যমে ঘোষণা করেছেন বিষয়টি। ‘আরআরআর’ খ্যাত জুনিয়র এন টি আর কোন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি। তবে বলিউডের সুপারস্টার আর দক্ষিণী তারকার জুটি নিয়ে কৌতূহলী সিনেপ্রেমীরা।
Category
🗞
News