গড়িয়ার ব্রহ্মপুর বাজার এলাকায় কাঠের গুদামে আগুন। লেলিহান শিখার গ্রাসে গোটা গুদাম। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। ভস্মিভূত এলাকা পরিদর্শনে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দমকল দেরি করা আসার কারণেই আগুন এতো বড় আকার নেয়। কী কারণে আগুন লাগল? প্রশ্নের উত্তরে দমকল মন্ত্রী জানান, গোটা বিষয়টি তদন্তসাপেক্ষ, তদন্তের পরই আগুন লাগার কারণ সম্পর্কে সুনিশ্চিত হওয়া সম্ভব।
Category
🗞
News