দেশে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ হাজার ১৫৮ জন। রোগীদের সিংহভাগই ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টে (এক্সবিবি.১.১৬) আক্রান্ত। ওয়াকিবহাল মহলের দাবি, ১০-১২ দিনে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশে নতুন ঢেউয়ের সম্ভাবনা নেই। ইতিমধ্যেই সব রাজ্যের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। খতিয়ে দেখা হয়েছে কোভিড মোকাবিলা পরিস্থিতি। রাজ্যের হাসপাতালগুলোতে চলেছে কোভিড পরিস্থিতিতে চিকিৎসা প্রদানের মহড়া। এই মুহূর্তে দেশে ১০ লক্ষ কোভিড শয্যা তৈরি। এর মধ্যে ৭৭ হাজার শয্যায় রয়েছে ভেন্টিলেশনের সুবিধা, ৩ লক্ষ শয্যায় রয়েছে ‘অক্সিজেন-সাপোর্ট’।
Category
🗞
News