• last year
রবিবার বেলা ১২টা নগাদ হলদিয়ার সিটি সেন্টার এলাকায় দেখা যায় ওই ঘূর্ণিপাক। তার জেরে ছোটখাট ধুলোর ঝড় দেখা যায়। মাটি থেকে ধুলো বেশ কিছুটা শূন্যে তুলে দেয় সেই ঘূর্ণিপাক। সেই পরিস্থিতি স্থায়ী হয় বেশ কিছু ক্ষণ।

Category

🗞
News

Recommended