• last year
চলে গেলেন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। নিউমোনিয়ায় আক্রান্ত পামেলা চোপড়া বিগত ১৫ দিন ভর্তি ছিলেন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। বৃহস্পতিবার সকালে সেখানেই প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৭৪। ‘যশরাজ ফিল্মস’ শোকবার্তা দিয়ে তাঁর মৃত্যুর খবরের কথা জানিয়েছে। শুধুমাত্র কিংবদন্তি পরিচালকের স্ত্রী হিসাবেই নয়, ছবির চিত্রনাট্য লেখা, গান গাওয়া এবং প্রযোজনায় নিজের অস্তিত্ব রেখে গেলেন পামেলা চোপড়া। অমিতাভ বচ্চন, রেখা গুলজার অভিনীত ‘কভি কভি’ ছবির স্ক্রিপ্ট তাঁর লেখা। ‘দিল তো পাগল হ্যায়’ ছবির চিত্রনাট্যকার হিসাবেও কাজ করেছেন পামেলা চোপড়া। গান গেয়েছেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘চাঁদনি’, ‘মুঝসে সাধি করোগি’-সহ আরও একাধিক ছবিতে। ‘দ্য রোম্যান্টিক্স’— নেটফ্লিক্স নির্মিত এই তথ্যচিত্রেই শেষবারের জন্য দেখা গিয়েছিল পামেলা চোপড়াকে।

Category

🗞
News