আগামী ৫ দিন উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। শুক্রবার ঝড়বৃষ্টির তীব্রতা কম থাকলেও শনিবার থেকে তা বাড়তে পারে বলেই মনে করছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে অংশত মেঘলা আকাশ এবং শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে বোলপুর, কাটোয়া এবং পূর্ব বর্ধমান-সহ আরও একাধিক এলাকায়।
Category
🗞
News