• last year
১৯৯২ সালের ফেব্রুয়ারি থেকে পথ চলা শুরু। তিন দশক ধরে যৌনকর্মীদের সুরক্ষা এবং দাবি আদায়ের লড়াইয়ে পাশে রয়েছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। যৌনকর্মীদের সামাজিক সম্মান এবং আইনি স্বীকৃতি চায় দুর্বার। মে দিবস উপলক্ষে ইতিমধ্যেই সোনাগাছিতে হেপাটাইটিস-বি টিকাকরণ ক্যাম্প চালু করা হয়েছে। সেখানে একাধিক যৌনরোগের চিকিৎসাও হয়। দুর্বার মহিলা সমন্বয় কমিটির কেন্দ্রীয় সম্পাদক বিশাখা লস্কর যেমন বলছেন, “যৌনকর্মীদের দুয়ারের মাটি নিয়ে গিয়ে দুর্গাপুজো করা হয় অথচ আমরাই বঞ্চিত ছিলাম। এখন আমরা নিজেরাই দুর্গাপুজো করছি। সমাজিক পরিবর্তন হয়েছে বলেই অনেক মানুষ এখন আমাদের কাছে আসেন। পুজো উদ্বোধন করতে ডাকছেন, সিঁদুর খেলতে ডাকছেন, এই পরিবর্তন যেমন হয়েছে তেমনই আমরা চাই আইনি স্বীকৃতিও। যৌনপেশাকেও শ্রমতালিকায় অন্তর্ভুক্ত করা হোক। অন্য পেশার কর্মীদের মতো যৌনকর্মীদেরও সমঅধিকার দেওয়া হোক। এই পেশায় যুক্ত থাকা সব কর্মীদের চাই সামাজিক সম্মান।”

Category

🗞
News

Recommended