কান-এ হাজির সানি লিওন। কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে এবার কার্যত বিপাকে পড়লেন সানি। পিচরঙা দাউন পরে সানি যখন রেড কার্পেট পার করে সিঁড়ি দিয়ে উঠছেন, সেই সময় হাওয়ার দাপটে উড়তে শুরু করে অভিনেত্রীর পোশাক। হাওয়ার দাপটে ওই সময় পোশাক সামলাতে ব্যস্ত হয়ে পড়েন সানি।
Category
🗞
News