এবার ভালবাসার টানে ভারত থেকে পাকিস্তানে পাড়ি দিলেন অঞ্জু। রাজস্থানের ভিওয়ান্ডি থেকে পাকিস্তানে পাড়ি দেন অঞ্জু নামের ওই গৃহবধূ। ফেসবুকের বন্ধুর সঙ্গে পরিচয়ের পর তাঁর প্রেমে পড়েন রাজস্থানের অঞ্জু। এরপর স্বামী এবং দুই সন্তানকে ভিওয়ান্ডির ফ্ল্যাটে রেখে পাকিস্তানের খাইবার পাখতুনওয়া পেরিয়ে লাহোরে চলে যান অঞ্জু।
Category
🗞
News