ভারত থেকে পাকিস্তানে পাড়ি দেওয়া গৃহবধূ অঞ্জু রাফায়েলকে নিয়ে মুখ খুললেন তাঁর বাবা গয়া প্রসাদ। অঞ্জু রাফায়েলের বাবা বলেন, তাঁর মেয়ে মানসিকভাবে স্থিতিশীল নন। মানসিকভাবে তিনি অসুস্থ এবং তাঁর ব্যবহারও উদ্ভট প্রকৃতির বলে দাবি করেন অঞ্জুর বাবা।
Category
🗞
News