ফেসবুকের বন্ধু নাসরুল্লার সঙ্গে সঙ্গে দেখা করতে রাজস্থান থেকে পাকিস্তানে পাড়ি দিয়েছেন অ়্জু রাফায়েল নামে এক গৃহবধূ। যা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যকর দাবি করেন অঞ্জুর বাবা। অঞ্জু মানসিকভাবে সুস্থ নন বলে দাবি করেন ওই গৃহবধূর বাবা গয়া প্রসাদ। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে।
Category
🗞
News